odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

টানা দুই ম্যাচে লিটনের ডাক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ March ২০২৩ ০২:০২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ March ২০২৩ ০২:০২

ওয়ানডে সিরিজ, তা আবার ঘরের মাঠে, ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজের আগে যেখানে ২০১৬ সালের পর কোনো ওয়ানডে সিরিজ হারেনি বাংলাদেশ ।এ কারণেই ইংল্যান্ডের বিপক্ষেও ভালো কিছুর প্রত্যাশা ছিল তামিম ইকবালের দলকে ঘিরে। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে সিরিজটা ভালো যাচ্ছে না বাংলাদেশের।

প্রথম দুই ম্যাচ হেরে এরই মধ্যে সিরিজ খুইয়েছে তামিমের দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ তৃতীয় ও শেষ ওয়ানডে খেলছে বাংলাদেশ।তামিম-সাকিব-লিটনদের জন্য যেটা ধবলধোলাই এড়ানোর লড়াই।

সিরিজটা বাংলাদেশের জন্য তো খারাপ যাচ্ছেই, সবচেয়ে খারাপ যাচ্ছে সম্ভবতলিটন দাসের জন্য! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মাত্র ৭ রান করে আউট হয়েছেন লিটন। দ্বিতীয় ওয়ানডেতে রানই পাননি বাংলাদেশের ওপেনার।

আজ চট্টগ্রামেও কোনো রান করার আগেই স্যাম কারেনের বলে উইকেটের পেছনে জস বাটলারকে ক্যাচ দিয়ে ফিরেছেন লিটন। আগের ম্যাচে ‘সোনার হাঁস’ পেয়েছিলেন, এবার অবশ্য তিনটি বল খেলেছেন। টানা দুই ম্যাচে ‘০’ রানে আউট—লিটনের আন্তর্জাতিক ক্যারিয়ারে এই প্রথম ঘটল এমন ঘটনা।



আপনার মূল্যবান মতামত দিন: