odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

নাসিরের ৮০ গার্লফ্রেন্ড নিয়ে মুখ খুললেন তামিমা

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৩ May ২০২৩ ২০:৫৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৩ May ২০২৩ ২০:৫৬

দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা নাসির আবারো আলোচনায় এসেছেন ৮০টা গার্লফ্রেন্ড ইস্যুতে। তবে এবার সে ইস্যুতে মুখ খুলেছেন স্ত্রী তামিমা। নাসিরের সামনেই গার্লফ্রেন্ড ইস্যুতে কথা বলেছেন তামিমা।

সম্প্রতি এক গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ক্রিকেটার নাসির ও স্ত্রী তামিমা। সেখানে স্ত্রী তামিমার কাছে জানতে চাওয়া হয় নাসিরের ৮০টি গার্লফ্রেন্ডের বিষয়ে।

প্রশ্নোত্তরে তামিমা বলেন, যে কোনো পেশায় থেকে একজন স্ত্রী কিংবা গার্লফ্রেন্ড সামলানোই কঠিন, সেখানে কারো ৮০টা গার্লফ্রেন্ড থাকবে এটি পুরোই গুজব। 

নাসিরের স্ত্রী বলেন, ‘সে তো একটা পেশায় আছে। যে কোনো পেশায় থেকে একটা স্ত্রী কিংবা গার্লফ্রেন্ড মেইনটেইন করাই তো কঠিন, সেখানে ৮০টা গার্লফ্রেন্ড থাকবে এটি পুরোই গুজব। যদি সংখ্যাটা ২-৪ জন হতো তাহলেও একটা কথা ছিল, কিন্তু এটা পুরোটাই গুজব। 



আপনার মূল্যবান মতামত দিন: