odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

১০ উইকেটের লজ্জাজনক হার বাংলাদেশ যুবাদের

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ৪ May ২০২৩ ১৮:৪২

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ৪ May ২০২৩ ১৮:৪২

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে চারদিনের একমাত্র ম্যাচে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য মাত্র ২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৬.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে জয় পায় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

প্রথম ইনিংসে বাংলাদেশ মাত্র ১৪৯ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে অধিনায়ক শাহরিয়ার সাকিবের সেঞ্চুরি ও আশিকুর রহমানের হাফ সেঞ্চুরি (৭৯) ছাড়া বাকিরা কেউ রান পাননি। সাকিব ২৩৫ বলে ১০৬ রান করেন। ১৪টি চার। তার সেঞ্চুরির পর ধস নামে স্বাগতিকদের ইনিংসে। 

তিন উইকেটে ১৬৬ রানে তৃতীয়দিন শেষ করা বাংলাদেশ শেষদিনে সাত উইকেট হারিয়ে মাত্র ১২৬ রান করে। অলআউট হয় ২৯২ রানে। পাকিস্তানের আলী আসফান্দ চার উইকেট নেন। অতিথিরা প্রথম ইনিংসে ৪২০ রান করে। 



আপনার মূল্যবান মতামত দিন: