odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 23rd January 2026, ২৩rd January ২০২৬

ফের অনিশ্চয়তায় এশিয়া কাপ আয়োজন

স্পোর্ট ডেস্ক | প্রকাশিত: ২৯ May ২০২৩ ২১:৩৮

স্পোর্ট ডেস্ক
প্রকাশিত: ২৯ May ২০২৩ ২১:৩৮

এশিয়া কাপ আয়োজন নিয়ে চলমান নাটকে নতুন টুইস্ট এলো। কয়দিন আগেই ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করেছিল, পাকিস্তানের প্রস্তাবিত 'হাইব্রিড মডেল' এশিয়া কাপে খেলতে নিমরাজি হয়েছে ভারত। কিন্তু অল্প সময়ের মধ্যেই পিটিআই দাবি করছে, ভারত তাদের অবস্থান বদলে ফেলেছে! তাদের সর্বশেষ বক্তব্য হলো, এশিয়া কাপ পাকিস্তানের বদলে কোনো নিরপেক্ষ ভেন্যুতে হতে হবে।

রাজনৈতিক কারণে পাকিস্তানের মাটিতে গিয়ে এশিয়া কাপ খেলতে রাজি নয় ভারত। 

বিকল্প হিসেবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হাইব্রিড মডেলের প্রস্তাব দিয়েছিল। এতে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হবে, আর বাকি ম্যাচগুলো হবে পাকিস্তানে। গতকাল ভেস্তে যাওয়া আইপিএল ফাইনালের দিন বিষয়টি নিয়ে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বোর্ড প্রধানদের সঙ্গে সভা করেছেন বিসিসিআই সচিব জয় শাহ। তারা পাকিস্তানের হাইব্রিড প্রস্তাবে রাজি নয়। 



আপনার মূল্যবান মতামত দিন: