odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সাপের কামড়ে ঠাকুরগাঁওয়ে দুই শিশুর মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ৬ September ২০২৪ ২০:০০

odhikarpatra
প্রকাশিত: ৬ September ২০২৪ ২০:০০

ঠাকুরগাঁও, ৬ সেপ্টেম্বর ২০২৪ : জেলার সদর উপজেলায় সাপের কামড়ে জান্নাত (১২) ও আদিত্য (৭) নামের দুই ঘুমন্ত শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার দিবাগত শুক্রবার গভীর রাতে পৃথক স্থানে এ ঘটনা ঘটে।
শিশু জান্নাত সদর উপজেলার দানারহাট সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে।  সে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়তো।
পরিবারের সদস্যরা জানান, জান্নাত রাতে বাড়িতে ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত ১২টার পর সাপ তাকে কামড়ে দেয়। এতে ব্যথা অনুভব করে সে। পরে ধীরে ধীরে সারা শরীরে বিষ উঠে যায়। হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় জান্নাত।
অন্যদিকে, সদর উপজেলার ইয়কুবপুর গ্রামের সনাতনের ছেলে আদিত্যকে ঘুমন্ত অবস্থায় সাপ ছোবল  দেয়। এসময় বেশ কয়েকবার বমি করে সে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শিশু আদিত্য মারা যায। আদিত্য ওই ইউনিয়নের কালুক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা  বেলায়েত হোসেন সাপেড় কামড়ে দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 



আপনার মূল্যবান মতামত দিন: