odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় দুটি জেলা দখলের ব্যর্থ চেষ্টা তালেবানের

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৬ May ২০১৮ ২০:০৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৬ May ২০১৮ ২০:০৭

 

মাইমানা (আফগানিস্তান), ২৬ মে,  তালেবান জঙ্গিরা আফগানিস্তানের ফারইয়াব প্রদেশের খাজা বানজপোশ ও শিরিন তাগাব জেলা দুটি দখলের জন্য হামলা চালিয়েছে। কিন্তু নিরাপত্তা বাহিনীর প্রতিরোধে তাদের সে চেষ্টা ব্যর্থ হয়েছে। জঙ্গিরা তিনটি লাশ ফেলে পালিয়ে গেছে।
শনিবার প্রাদেশিক পুলিশের মুখপাত্র আব্দুল করিম ইউরুশ একথা জানান। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
কর্মকর্তারা জানান, তালেবান জঙ্গিরা খাজা সানপোশ ও শিরিন তাগাব জেলা দুটি দখলের জন্য দুই দিন ব্যাপী অভিযান শুরু করে। কিন্তু সরকারি বাহিনীর পাল্টা হামলার মুখে টিকতে না পেরে তারা পালিয়ে যায়। সরকারি বাহিনী স্থল ও আকাশ পথে জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালায়।
ইয়রুশ আরো বলেন, সরকারি বাহিনী জঙ্গিদের খোঁজে জেলাগুলোর বাড়ি বাড়ি তল্লাশী শুরু করেছে।
তারা অঞ্চলটিকে স্থিতিশীল রাখতে কাজ করে যাচ্ছে।
এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে এখনো কোন মন্তব্য পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: