odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 15th November 2025, ১৫th November ২০২৫
জার্মানির বাসে হামলাকারী গ্রেফতার, ৯ জন আহত

জার্মানির উত্তরাঞ্চলে একটি বাসে এক ব্যক্তির ছুরিকাঘাতে নয়জন আহত হয়েছে

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২১ July ২০১৮ ২০:২২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২১ July ২০১৮ ২০:২২

 

জার্মানির উত্তরাঞ্চলে একটি বাসে এক ব্যক্তির ছুরিকাঘাতে নয়জন আহত হয়েছে। হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। তবে হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
লুয়িবেকের প্রধান প্রসিকিউটর উলা হিংস্ট জানান, যাত্রী বোঝাই বাসটি শুক্রবার লুয়িবেক নগরীর নিকটবর্তী জনপ্রিয় সমুদ্র সৈকত ত্রাভেমুয়েন্দি অভিমুখে যাওয়ার সময় এক ব্যক্তি ধারালো ছুরি দিয়ে যাত্রীদের আক্রমণ করে।
স্কলেসউয়িগ-হোলস্টিন রাজ্যের আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী হ্যান্স-জোয়াচিম গ্রোত বার্তা সংস্থা ডিপিএ’কে বলেন, ওই বাসে হামলায় নয়জন আহত হয়। এ সময় বাসের চালককেও ছুরিকাঘাত করা হয়।
তিনি আরো বলেন, এতে ‘সৌভাগ্যক্রমে কেউ নিহত হয়নি।’
তবে এ হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি।
এ সময় যাত্রীদের পালানোর সুযোগ করে দিতে বাস চালক তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে দেয়।
খবরে বলা হয়, এ ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং হামলাকারীকে গ্রেফতার করে।
প্রসিকিউটর হিংস্ট বহুল প্রচারিত দৈনিক বিআইএলডি’কে বলেন, সন্দেহভাজন এ হামলাকারী ইরান বশোদ্ভূত জার্মান নাগরিক। তার বয়স ৩৪ বছর।
তিনি বলেন, ‘এ হামলার সঙ্গে উগ্রবাদের কোন ধরনের যোগসূত্রের ইঙ্গিত আমরা পাইনি।’
তিনি আরো জানান, হামলাকারী এ ঘটনার ব্যাপারে এখন পর্যন্ত কোন কথা বলেনি।
শনিবার তাকে আদালতে নেয়ার কথা রয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: