odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

নাটোরে ছয় ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত 

odhikarpatra | প্রকাশিত: ২৩ December ২০২৪ ১৪:০৭

odhikarpatra
প্রকাশিত: ২৩ December ২০২৪ ১৪:০৭

নাটোর জেলায় ঘন কুয়াশায় ছয়টি ট্রাকের সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। আজ ভোর ছয়টায় নাটোর-বগুড়া মহাসড়কের ডালসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ট্রাক চালক মোঃ হুসাইন (৩৫) ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানা এলাকার নিন্দানন্দী গ্রামের সিদ্দিক বিশ্বাসের ছেলে। 

ঝলমলিয়া হাইওয়ে ফাঁড়ির ইন্সপেক্টর মোঃ মাহাবুবুর রহমান জানান, সকালে ঘন কুয়াশার কারণে ঐ এলাকায় বিপরীত দিক থেকে আসা প্রথমে দুইটি ট্রাকের সংঘর্ষ হয়। এরপর পর্যায়ক্রমে ছয়টি পণ্যবাহী ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন ট্রাক চালকের মৃত্যু হয়। এ সময় ৫টি ট্রাক সড়কের উপর দুমড়ে-মুচরে পড়ে এবং একটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় ট্রাকের চালকসহ অন্তত সাতজন আহত হয়েছেন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনায় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন।



আপনার মূল্যবান মতামত দিন: