odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

আগামীকাল থেকে নড়াইলে ট্রেন চলাচল শুরু

odhikarpatra | প্রকাশিত: ২৩ December ২০২৪ ১৯:০৭

odhikarpatra
প্রকাশিত: ২৩ December ২০২৪ ১৯:০৭

নড়াইল জেলায় আগামীকাল মঙ্গলবার থেকে আনুষ্টানিকভাবে নড়াইল রেলস্টেশন থেকে ট্রেন চলাচল শুরু হচ্ছে। স্বাধীনতার ৫৩ বছর পর রেলপথ পেয়ে খুশি নড়াইলবাসী।

ঢাকা-বেনাপোল-খুলনা রেল পথে বানিজ্যিকভাবে ট্রেন চলাচলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। গত ২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এ পথে ট্রেন চলাচল করার কথা থাকলেও তা পিছিয়ে আগামীকাল ২৪ ডিসেম্বর মঙ্গলবার নির্ধারন করা হয়।

রেল সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কাশিয়ানী জংশন হয়ে খুলনা ও বেনাপোলে নতুন দুই জোড়া আন্ত:নগর যাত্রীবাহী ট্রেন দিয়ে যাত্রা শুরু হবে। সময়সূচি অনুসারে, জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে ছাড়বে সকাল ৬ টায়। নড়াইল রেলস্টেশনে সকাল ৭টা ১৬ মিনিটে পৌঁছাবে। ট্রেনটির ঢাকায় পৌঁছানোর নির্ধারিত সময় সকাল ৯টা ৪৫ মিনিটে।

জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি পুনরায় ঢাকা থেকে রাত ৮টায় খুলনায় যাওয়োর পথে রাত ১০ টা ৬ মিনিটে নড়াইল রেলস্টেশনে পৌঁছাবে। খুলনায় পৌঁছাবে রাত ১১টা ৪৫ মিনিটে।

অন্যদিকে রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা থেকে ছাড়বে সকাল ১০টা ৪৫ মিনিটে। দুপুর ১২টা ৪৬ মিনিটে নড়াইল রেলস্টেশনে পৌঁছাবে। ট্রেনটির যশোরের বেনাপোল পৌঁছানোর কথা বেলা ২টা ৩০ মিনিটে।

রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি পুনরায় বেনাপোল থেকে ৩টা ৩০ মিনিটে ছেড়ে নড়াইল রেলস্টেশনে বিকাল ৪টা ৪৬ মিনিটে পৌঁছাবে। ঢাকায় পৌঁছাবে সন্ধ্যা ৭টা ১০মিনিটে।

নড়াইল থেকে ঢাকা শোভন চেয়ার ৩৭০ টাকা। সিন্ধা (ভ্যাট ব্যতীত) ৬১৫ টাকা, এসি সিট(ভ্যাট ব্যতীত) ৭৪০ টাকা ও এসি বার্থ (ভ্যাট ব্যতিত) ১১১০ টাকা।

বেনাপোল থেকে নড়াইল শোভন চেয়ার ৮৫ টাকা। সিন্ধা (ভ্যাট ব্যতীত) ১৪০ টাকা, এসি সিট (ভ্যাট ব্যতীত) ১৬৫ টাকা ও এসি বার্থ (ভ্যাট ব্যতিত) ২৫০ টাকা।

যশোর থেকে নড়াইল শোভন চেয়ার ৫০ টাকা। সিন্ধা (ভ্যাট ব্যতিত) ১০০ টাকা, এসি সিট (ভ্যাট ব্যতীত) ১১০ টাকা ও এসি বার্থ (ভ্যাট ব্যতীত) ১৩০ টাকা।ভওয়াখালী এলাকার ইসমাইল শেখ বলেন, আমরা কখনও ভাবিনি জীবিত থাকা অবস্থায় নড়াইলের উপর দিয়ে ট্রেন চলবে দেখতে পারবো। স্বাধীনতার এত বছর পরও হলেও নড়াইল থেকে ট্রেনে চড়ে আমরা ঢাকায় যেতে পরবো সত্যিই আমরা সবাই আনন্দিত।

মহিষখোলা এলাকার নজরুল আলম বলেন, রেল সড়ক পাওয়ায় আমরা খুশি। ট্রেন চালু হলে স্বল্প খরচে এবং স্বল্প টাকা ব্যয় করে নড়াইল থেকে আমরা ঢাকা, বেনাপোল ও খুলনায় চলাচল করতে পারব। এছাড়া ব্যবসা-বানিজ্যের ব্যাপক প্রসার ঘটবে।

নড়াইল রেলস্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার বিশ্বাস বলেন, ভাঙ্গা-নড়াইল-রুপদিয়া-খুলনা রেল সড়কে আগামীকাল মঙ্গলবার থেকে এ সড়কের বাণিজ্যিক ভাবে ট্রেন চলাচল করবে। ইতিমধ্যে নড়াইল স্টেশনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি আরও বলেন, আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করে ট্রেনের টিকিট কিনতে হবে। গত শনিবার রাত ৮টার পর থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

ইতিমধ্যে মঙ্গলবারের ঢাকা যাওয়ার সকল টিকিট বিক্রি হয়ে গেছে। রেলস্টেশন বা যে কোন যায়গা থেকে অনলাইনে টিকিট কেনা যাবে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: