odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

সিলেট ও সুনামগঞ্জে পৌনে ৩ কোটি টাকার চোরাই পণ্য

odhikarpatra | প্রকাশিত: ১৮ January ২০২৫ ২১:৩৭

odhikarpatra
প্রকাশিত: ১৮ January ২০২৫ ২১:৩৭

সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে পৌনে ৩ কোটি টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে।

আজ শনিবার বিজিবি সিলেট ব্যাটালিয়ন বিভিন্ন এলাকায় টহল দলের অভিযানে এসব পণ্য জব্দ করা হয়।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিজিবি সিলেট ব্যাটালিয়নের আওতাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর, বিছনাকান্দি, কালাসাদেক, কালাইরাগ এবং বাংলাবাজার বিওপি এলাকায় অভিযান চালিয়ে মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ বিপুল পরিমাণ ভারতীয় কমলা, চিনি, মহিষ, স্কিন ক্রিম, আইবল ক্যান্ডি, অলিভ ওয়েল, মদ, ফেন্সিডিল বাংলাদেশ থেকে পাচারকালে আটক করা হয়।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ৮১ লাখ ২৩ হাজার ৩শ’ টাকা।

লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান জানান, সীমান্তে নিরাপত্তা জোরদার ও চোরাচালান রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। আটককৃত চোরাই পণ্যের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন: