odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

শীতার্তদের মাঝে ইবি শাখা ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ

odhikarpatra | প্রকাশিত: ২২ January ২০২৫ ১৬:০৮

odhikarpatra
প্রকাশিত: ২২ January ২০২৫ ১৬:০৮

ইবি প্রতিনিধিঃ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

সোমবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় নিকটস্থ আনন্দনগর এলাকায় শীতার্তদের মাঝে এ কর্মসূচি পালন করেন তারা। ইবি শাখার সমাজসেবা সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি মনিরুল ইসলাম।


বুধবার (২২ জানুয়ারি) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক সৈয়দ আবসার নবী হামজা বিষয়টি নিশ্চিত করেন।


তিনি বলেন, আমরা জানি আমাদের ক্যাম্পাসের আশেপাশের অঞ্চলটা বেশ পিছিয়ে পড়া অঞ্চল।সেদিক থেকে এখানকার স্থানীয় যারা আছেন বিশেষ করে গরিব শ্রেণির, তাদেরকে সহযোগিতা করা এবং সবসময় তাদের পাশে দাড়ানো আমাদের কার্যক্রমের অংশ। সেই ধারাবাহিকতায় শীতের সময় উনাদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এবং তার অংশ হিসেবেই আমাদের এই আয়োজন।



আপনার মূল্যবান মতামত দিন: